সারাদেশ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে সাতজন জেলেকে আটক করেছে বন বিভাগ।
সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধ প্রবেশ, ৭ জেলে আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে সাতজন জেলেকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নটাবেকী অভয়ারণ্য থেকে তাদের আটক করা হয়। এরপর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে তার আগেই অবৈধভাবে প্রবেশ করেন এবং সংরক্ষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করছিলেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর