সর্বশেষ

জাতীয়হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই, হাদির অবস্থা সংকটজনক : চিকিৎসক
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
সারাদেশগাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
সারাদেশ

নিষেধাজ্ঞা শেষে খুললো সুন্দরবন, বনজীবীদের মনে জলদস্যুর আতঙ্ক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন।

জীবিকার তাগিদে আবারও কাঁকড়া, মাছ ও মধু আহরণে বনে প্রবেশ করছেন জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। একইসঙ্গে পর্যটকদের জন্যও উন্মুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি। তবে নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে বনজীবীদের মধ্যে আবারও দেখা দিয়েছে পুরনো আতঙ্ক—জলদস্যুদের উৎপাত।

প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। এ সময় কাঁকড়া, মাছ ও মৌমাছির নির্বিঘ্ন প্রজননের জন্য জেলেদের বনভূমিতে প্রবেশ বন্ধ রাখা হয়।

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনে ইতোমধ্যে ২,৯৭০টি পাসপারমিট নবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুল হক। তিনি বলেন, “জেলে-বাওয়ালি ও পর্যটকদের নিরাপত্তায় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে নিয়ম মেনে পাস ও পরিচয়পত্র দিয়ে বনে প্রবেশ করতে হবে।”

বনবিভাগের নিয়ম অনুযায়ী, কাঁকড়া আহরণে প্রতিটি বোট লাইসেন্স সার্টিফিকেটে (বিএলসি) সর্বোচ্চ ৩ জন, মাছ আহরণের ক্ষেত্রে ৫ জন এবং মধু সংগ্রহের জন্য সর্বোচ্চ ৭ জন প্রবেশের অনুমতি পাবেন।

তবে নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা সত্ত্বেও স্থানীয় জেলেদের মধ্যে এখনও শঙ্কা কাটেনি। মুন্সিগঞ্জ এলাকার জেলে শফিকুল ইসলাম বলেন, “তিন মাস কাজ না থাকায় অনেক কষ্টে দিন কাটিয়েছি। বাচ্চাদের স্কুল ফি দিতে পারিনি। সরকারের কাছে অনুরোধ, নিষেধাজ্ঞার সময়সীমা যদি এক মাসে নামিয়ে আনা যায়, তাহলে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি।”

বুড়িগোয়ালিনী এলাকার জেলে রহিম মোল্লা বলেন, “বিকল্প আয়ের উৎস না থাকায় পরিবার নিয়ে খুবই কষ্টে ছিলাম। এখন বনে যাওয়ার অনুমতি পেয়ে স্বস্তি ফিরলেও, জলদস্যুদের তৎপরতায় আবারও আতঙ্কে আছি।”

অন্যদিকে, বনাঞ্চল উন্মুক্ত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। তারা জানান, নিষেধাজ্ঞার সময়টিতে পর্যটক না থাকায় তাদের আয়-রোজগার একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি সহায়তা না থাকায় চরম অর্থকষ্টে পড়তে হয়েছে তাদের।

স্থানীয়দের মতে, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যকর নজরদারির ব্যবস্থা থাকলে একদিকে যেমন জীবিকা নির্ভর জনগোষ্ঠী স্বস্তিতে থাকবে, তেমনি সুন্দরবনের পর্যটন খাতও আরও সমৃদ্ধ হবে।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন