সর্বশেষ

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি, সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি শিক্ষার্থীদের আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টায় এক জরুরি সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাডেমিক কাউন্সিলের সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মুজিবর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় চালু রাখা সম্ভব নয়। সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে আন্দোলন করে আসছিলেন। তবে রবিবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন