সর্বশেষ

সারাদেশ

চবিতে সংঘর্ষ: আজকের ক্লাস-পরীক্ষা স্থগিত, ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ সোমবার এক দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার (৩১ আগস্ট) দিনভর চলা উত্তপ্ত পরিস্থিতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন রোববার রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিরাপত্তাজনিত কারণে সোমবার চবির সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

দিনব্যাপী সংঘর্ষে চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত ৭০-৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ শুরু করে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সন্ধ্যার দিকে আবারও নতুন করে হামলা হয়।

পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় চবি সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন