সর্বশেষ

রাজনীতি

নুরুল হক নুর আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, নুরুল হক নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা গুরুতর। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

এর আগে রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালের ওসিসিতে আনা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে, নুরুল হক নুরকে দেখতে এসে ঢামেক হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েন গণঅধিকার পরিষদের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্স পর্যন্ত নিয়ে যায় এবং সেখানেই নুরুল হক নুরকে গুরুতর আহত করা হয়।

তারা আরও জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া না হবে, ততক্ষণ ড. আসিফ নজরুল হাসপাতালেই অবস্থান করবেন। এ সময় নেতাকর্মীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন