সর্বশেষ

আন্তর্জাতিক

এয়ার শো মহড়ারায় পোলিশ এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পোল্যান্ডের রাডোম শহরে আয়োজিত 'এয়ারশো র‌্যাডম ২০২৫'-এর মহড়ার সময় পোলিশ বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন।

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিহত পাইলট ছিলেন একজন অভিজ্ঞ অফিসার, যিনি দায়িত্ব পালনকালে সর্বদা নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে এসেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিসজ এক বিবৃতিতে পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইভাবে, প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও এই দুঃখজনক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

রয়টার্সের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনাটি পোজনানের নিকটবর্তী ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে আকাশে ওঠার পর ঘটে। তবে এতে কোনো পথচারী বা বেসামরিক নাগরিক আহত হয়নি বলে জানানো হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মহড়ার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

এই দুর্ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ পুরো এয়ার শো বাতিলের ঘোষণা দিয়েছে।

পাইলটের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন