গরু চরানো নিয়ে বিরোধ: দৌলতপুরে যুবককে কুপিয়ে জখম

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় গরু চরানো নিয়ে বিরোধের জেরে রুশমান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার শিহাব (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আহত রুশমান ফিলিপনগর এলাকার বাসিন্দা বাবুর ছেলে। অভিযুক্ত শিহাব একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গরু চরানোকে কেন্দ্র করে রুশমান ও শিহাবের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিহাব উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো হাশুয়া দিয়ে রুশমানের ওপর হামলা চালান। এতে রুশমানের হাত গুরুতরভাবে জখম হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত শিহাব এর আগেও হত্যা ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি ছিলেন। তবে বর্তমানে তিনি এসব মামলায় খালাস পেয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১২৫ বার পড়া হয়েছে