ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি, যান চলাচল স্বাভাবিক

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ রাতের যানজট ও ভোগান্তির পর মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
নারায়ণগঞ্জের শিমরাইল থেকে কুমিল্দালার দাউদকান্দি পর্যন্ত সকাল থেকে দীর্ঘ যানজট থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতভর মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজট তৈরি হয়। এতে যাত্রীরা দীর্ঘ সময় ধরে রাস্তােই আটকে ছিলেন। সকাল থেকে হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যার ফলে দুপুর নাগাদ যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, “রাত থেকে সকালের মধ্যে কয়েকটি স্থানে দুর্ঘটনা এবং একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় জট তৈরি হয়। তবে এখন সব লেন সচল রয়েছে। যাত্রীদের ভোগান্তি যেন না হয়, সে জন্য টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।”
যাত্রীরা জানিয়েছেন, মহাসড়কে প্রায়ই এ ধরনের যানজটের কারণে যাত্রা পরিকল্পনায় বিঘ্ন ঘটে এবং কর্মস্থলে সময়মতো পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। তারা মহাসড়কের যানবাহন ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে