সর্বশেষ

জাতীয়

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, সাক্ষাৎকালে যুব সমাজের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

বৈঠকে ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা বার্তা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন। তিনি তার ঢাকা সফরের অভিজ্ঞতা এবং অর্জন নিয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এছাড়া সফরকালীন চমৎকার ব্যবস্থাপনা এবং উষ্ণ আতিথেয়তার জন্য তিনি অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এটি গত ১৩ বছরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। ইসলামাবাদ এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে বিবেচনা করছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন