সর্বশেষ

আইন-আদালত

সিরাজগঞ্জে ১৩ বছরের পুরোনো হত্যা মামলায় ১৫ জন দণ্ডিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৩ বছর আগের একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর মধ্যে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

🔹 যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন:
পोतাজিয়া গ্রামের মোকছেদ আলীর তিন ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, আত্মীয় মোকবেল সেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের দুই ছেলে মো. কুনু ও ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

🔹 অন্যান্য সাজাপ্রাপ্তরা:
রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর, এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

⚖️ ঘটনার পেছনের কারণ ও মামলা প্রসঙ্গ:
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জানান, ২০১২ সালের ২৩ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে পোতাজিয়া গ্রামের ওসমান গনির পরিবারের ওপর হামলা চালায় আসামিরা। দেশীয় অস্ত্র দিয়ে চালানো ওই হামলায় ওসমানের ছেলে সাব্বির হোসেনসহ কয়েকজন আহত হন। পরে বগুড়া নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা ওসমান গনি শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন