দৌলতপুরে বিএনপির ত্রাণ কার্যক্রম, সহায়তা পেলেন আরও ৭শ' পরিবার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত এলাকায় দ্বিতীয় দিনের মতো ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে দৌলতপুর উপজেলা বিএনপি। ত্রাণ বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এর আগে বুধবার (২০ আগস্ট) চিলমারী ইউনিয়নের ১১০০ পানিবন্দী পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। দুই দিনে মোট ১৮০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বিএনপি।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ৩ কেজি আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চলতি আগস্টের শুরুতে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানি কিছুটা নামলেও এখনো দুর্ভোগ কাটেনি দুর্গত মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ আবাদি জমিও।
ত্রাণ কার্যক্রম সম্পর্কে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
১৮৩ বার পড়া হয়েছে