সর্বশেষ

আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা, যুবক আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনে ঢুকে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকালে সংঘটিত এই ঘটনার পর অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দিল্লির সিভিল লাইনসের মুখ্যমন্ত্রী রেখার বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন হঠাৎ প্রায় ৩০ বছর বয়সী এক যুবক বাসভবনে ঢুকে একটি কাগজ দেয়ার নাম করে মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে যায়। পরে ওই যুবক চিৎকার করে গালিগালাজ শুরু করে এবং মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে তাকে মারধর করে। ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের কাছে আদালত সম্পর্কিত কিছু নথিপত্র পাওয়া গেছে। তাকে হেফাজতে নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, একটি প্রত্যক্ষদর্শী জানিয়েছে হামলাকারী একজন নারী ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর ওপর হামলার বিষয়টি নিশ্চিত নয়। কিছু সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর দিকে পাথরও ছোড়া হয়েছে। দিল্লি বিজেপির দাবি, এই ঘটনার সময় মুখ্যমন্ত্রীর মাথায় চোট লেগেছে।

বিজেপির দিল্লি প্রধান বীরেন্দ্র সচদেব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনশুনানির সময় এক যুবক মুখ্যমন্ত্রীর কাছে কিছু কাগজপত্র দেখিয়ে তাঁর হাত ধরে টেনে নেয়। এরপর হাতাহাতি হয় এবং মুখ্যমন্ত্রী একটি টেবিলে ধাক্কা খেয়ে আহত হন। তবে তিনি স্পষ্টভাবে বলেন, চড় মারার বা পাথর নিক্ষেপের অভিযোগ তারা স্বীকার করেননি।

ঘটনার প্রতিবাদে কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) তীব্র নিন্দা প্রকাশ করেছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আপ নেত্রী আতিশী মার্লেনা বলেন, “মুখ্যমন্ত্রীর ওপর হামলা নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ থাকবে, কিন্তু হিংসার কোনো স্থান নেই। আশা করি পুলিশ দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেবে।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন