নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত, চালক পলাতক

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ওই এলাকার বাসিন্দা তকদির হোসেন মোল্যার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো (ট-১৬-৬৭৯৫) নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় জনতা দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১১ বার পড়া হয়েছে