সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক ফয়েজ আহমেদের ‘ভুয়া’ পুরস্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি শেখ ফয়েজ আহমেদের গ্রেপ্তার ও তার প্রাপ্ত ‘সাহসী সাংবাদিক’ পুরস্কার প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু, সোহেল রানা, সাংবাদিক হাসানউজ্জামান, অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, শেখ ফয়েজ আহমেদ জুলাই আন্দোলনের বিরোধিতা করেছেন। অথচ পরবর্তীতে ভুল তথ্য দিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘সাহসী সাংবাদিক’ পুরস্কার গ্রহণ করেন। এর মাধ্যমে প্রকৃত সাহসী সাংবাদিকদের অবমূল্যায়ন এবং জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান করা দুঃখজনক। শেখ ফয়েজ আহমেদকে দ্রুত আইনের আওতায় আনা এবং তার প্রাপ্ত পুরস্কার বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন