সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ওই ভবন ঘিরে রাখে।

অভিযান চালানো ভবনটি ‘ডক্টরস ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টার হিসেবে পরিচিত। এটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়র ও বর্তমান আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনী এখনো পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারা যদি বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে, তখন বিস্তারিত জানানো হবে।”

অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ভবনটি এখনও সেনাবাহিনীর ঘিরে রাখা অবস্থায় রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন