সর্বশেষ

জাতীয়

শেওড়াপাড়ায় চার সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের এক মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সিফাত আলী (৩০) পলাতক রয়েছেন।

পরিবার ও স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সিফাত কেয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন।

নিহত কেয়া মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির পাশে অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে স্বামী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে সিফাত শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে জানান কেয়া অসুস্থ। পরে এক পর্যায়ে জানান, “কেয়া আর বেঁচে নেই।” তারা দ্রুত বাসায় পৌঁছে দেখেন সিফাত কেয়াকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করেন। এরপরই সিফাত পালিয়ে যান।

পরে নিহতের পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখতে পান, বাসায় তালা লাগানো এবং সিফাত গা ঢাকা দিয়েছেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, সিফাত একজন রুক্ষ ও নির্যাতনমূলক স্বামী ছিলেন। সংসারজীবনে মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সম্প্রতি কেয়া বাবার বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তখন তাকে বুঝিয়ে বাসায় ফেরত পাঠানো হয়। তিনি দাবি করেন, কেয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত রোমান বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যা—তা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

নিহত কেয়ার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। বড় মেয়েটি ভিকারুননিসা স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন