সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রেনে ঝুঁকিপূর্ণ লাফ: প্রাণে বাঁচলেও গ্রেপ্তার যুবক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রিয়ায় উচ্চগতির একটি ট্রেনে ঝুঁকিপূর্ণভাবে লাফিয়ে ওঠার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ বছর বয়সী ওই আলজেরীয় তরুণ স্টেশনে ধূমপান করতে নেমে ভুল সময়ে ট্রেন মিস করে ফেলেন। পরে চলন্ত ট্রেনের দুই বগির মাঝখানে লাফিয়ে ওঠার চেষ্টা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে রাজধানী ভিয়েনা থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সেন্ট পোল্টেন স্টেশনে। ইউরোপের অন্যতম দ্রুতগতির ট্রেন ‘রেলজেট’ তখন জুরিখ থেকে ভিয়েনার দিকে যাত্রা করছিল। ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম, যদিও লাফ দেওয়ার সময় গতি কত ছিল তা জানা যায়নি।

ট্রেন ছেড়ে দেওয়ার পর যুবকটি ট্রেনের পেছনে দৌঁড়ে এসে দুই বগির মাঝখানে ঝাঁপ দেন। পরে তিনি জানালায় বারবার আঘাত করে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। এক পর্যায়ে জরুরি ব্রেক চেপে ট্রেন থামিয়ে তাকে ট্রেনের ভেতরে নেওয়া হয়। এরপর ট্রেনকর্মীর সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।

অস্ট্রিয়ান রেল কর্তৃপক্ষ (ÖBB) জানিয়েছে, এ ঘটনায় ট্রেনটি সাত মিনিট দেরিতে ভিয়েনায় পৌঁছায়। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, “এটি চরম দায়িত্বজ্ঞানহীন কাজ। সাধারণত এমন ঘটনা প্রাণঘাতী হয়ে থাকে। এতে শুধু নিজেরই নয়, অন্যদের জীবনও ঝুঁকিতে পড়ে।”

যদিও সৌভাগ্যক্রমে ওই তরুণ মারাত্মক কোনো দুর্ঘটনার শিকার হননি, তবে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন