যুক্তরাষ্ট্র-চীন শুল্কবিরতি আরও ৯০ দিন বাড়ল

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক সম্মতিতে শুল্কবিরতির সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত থাকবে।
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন বড় অঙ্কের নতুন শুল্ক কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। দুই দেশের মধ্যে অর্থনৈতিক উত্তেজনা প্রশমনে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হবে। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা বৈঠককে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। চীন ইতোমধ্যেই শুল্ক বিরতির পক্ষে অবস্থান জানালেও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল।
অবশেষে সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত রেখেছে, আর চীনও ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা থেকে বিরত থাকবে।
তবে, বিদ্যমান শুল্ক বহাল থাকছে—যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ৩০ শতাংশ এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বজায় রাখবে।
হোয়াইট হাউস জানায়, এই অতিরিক্ত সময় ব্যবহার করা হবে বাণিজ্য ঘাটতি হ্রাস, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন পণ্যের চীনা বাজারে প্রবেশাধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি সাধনে।
বিবিসি’র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ডলার, যা তাদের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান জ্বালানি আমদানি এবং উন্নত প্রযুক্তি—বিশেষ করে মাইক্রোচিপ বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও আলোচনার বিষয় হিসেবে উঠে আসবে।
১০৯ বার পড়া হয়েছে