শিক্ষা
২০২৫ সালের দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯১২ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে ১,৯১২ শিক্ষার্থীর ফল পরিবর্তন

স্টাফ রিপোর্টার
রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯১২ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।
রোববার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহাসান।
তিনি জানান, পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী ৬০ হাজার ৯০৩টি বিষয়ের জন্য আবেদন করেন। এর মধ্যে ১ হাজার ৯১২ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।
পরিবর্তিত ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য হলো—৯৯১ জন ফেল থেকে পাস করেছেন। তবে এখনো ফেল অবস্থায় রয়েছেন ২৫৫ জন। পাশাপাশি ৩৯৮ জন শিক্ষার্থীর জিপিএতে পরিবর্তন এসেছে।
জিপিএ-৫ অর্জন করেছেন ১৩৯ জন শিক্ষার্থী, যেখানে পূর্বেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২৯ জন।
উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর