সর্বশেষ

আইন-আদালত

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারানো ৫ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বৃহস্পতিবার) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। আগেই ট্রাইব্যুনাল ২৮ জুলাই শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছিল। আজ সকালে মামলার ৮ জন আসামিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

কি ঘটেছিল ২০২৪ সালের ৫ আগস্ট?
গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে সাভারের আশুলিয়া থানার সামনে সংঘটিত এক মর্মান্তিক ঘটনার তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। সেখানে জানানো হয়, ওইদিন পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহতদের সঙ্গে আহত ব্যক্তিকেও একটি ভ্যানে তোলা হয়। এরপর পুলিশের আরেকটি গাড়িতে স্থানান্তরের পর ছয়জনকেই—যার মধ্যে একজন তখনো জীবিত ছিলেন—গাড়ির ভেতরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ঘটনার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১ মিনিট ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একের পর এক মরদেহ গাড়িতে তুলছেন এবং শেষে একটি ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন। ভিডিওতে ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের একটি পোস্টারও দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায়—ঘটনাস্থল আশুলিয়া থানার আশপাশেই।

নিহতদের পরিচয় ও আন্দোলনের প্রেক্ষাপট
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এছাড়া একজন নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি।

ছাত্র আন্দোলনের বিজয়ের দিনে, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় পুলিশের গুলিতে অন্তত ৩১ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। পরদিন হাসপাতালে মারা যান আরও ১৫ জন। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কমপক্ষে ৭৫ জন, আহত হন কয়েক হাজার। আহতদের অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
লাশ পোড়ানোর মর্মান্তিক ঘটনার পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয় দুটি অভিযোগ, যা পরে একত্রিত করে একটি মামলায় পরিণত হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আজকের অভিযোগ গঠনের শুনানি এ মামলায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন