সর্বশেষ

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন আদালতে আরও দুইজন সাক্ষী তাঁদের জবানবন্দি দেবেন। এর আগে, মামলার অন্যতম সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয় রাজসাক্ষী হয়ে ওঠা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এখন পর্যন্ত মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তারা সবাই জুলাই মাসের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দিয়ে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন। মামলার প্রধান দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, তবে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাবন্দি রয়েছেন।

এছাড়া একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। আজ ওই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন