জাতীয়
ভুয়া টেন্ডার ও নিজের প্রতিষ্ঠানের নামে কাজ দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভুয়া টেন্ডার ও নিজের প্রতিষ্ঠানের নামে কাজ দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই মামলায় আসামি করা হয়েছে সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও।
রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ভুয়া দরপত্র ও ভুয়া বিল তৈরি করে জাহাঙ্গীর আলমের নিজের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের ভাষ্য অনুযায়ী, এ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর