সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ওসমান হাদির জানাজা
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে আসছে
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
আন্তর্জাতিক

এআই খাতে বড় বিনিয়োগের পথে অ্যাপল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এবার বড় বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, এআই-ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে অ্যাপল প্রয়োজনে বড় প্রতিষ্ঠান অধিগ্রহণেও প্রস্তুত রয়েছে। এমন সিদ্ধান্ত অ্যাপলের দীর্ঘদিনের মিতব্যয়ী কৌশলের একটি বড় ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার আয়-ব্যয়ের তৃতীয় প্রান্তিক সংক্রান্ত এক সম্মেলনে টিম কুক বলেন, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিচ্ছি এবং ইতোমধ্যেই সাতটি ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছি। প্রয়োজনে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা প্রস্তুত।”

প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট ও গুগল ইতিমধ্যে নিজেদের এআই প্ল্যাটফর্মে ব্যাপক বিনিয়োগ করে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। গুগল আগামী এক বছরে ৮৫ বিলিয়ন ডলার এবং মাইক্রোসফট ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার বড় অংশই ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে।

অন্যদিকে, অ্যাপল এখনও মূলত বাইরের ডেটা সেন্টার প্রদানকারীদের ওপর নির্ভর করছে এবং নিজস্ব এআই প্রযুক্তি বিকাশে মনোযোগী। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ওপেনএআই-এর সঙ্গে অংশীদারত্ব করেছে, যা আইফোনে নতুন ফিচার সংযোজনের কাজে ব্যবহৃত হচ্ছে। তবু ভার্চ্যুয়াল সহকারী 'সিরি'-র আধুনিক সংস্করণ আনতে প্রতিষ্ঠানটি আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে, যা এআই খাতে তাদের ধীরগতি নির্দেশ করে।

বিশ্লেষকদের মতে, টিম কুকের এ মন্তব্য অ্যাপলের ভবিষ্যৎ কৌশলে একটি নতুন মোড়ের ইঙ্গিত। দীর্ঘদিন ধরে ছোট পরিসরে অধিগ্রহণের পথ বেছে নিলেও, এখন প্রতিষ্ঠানটি বড় পরিসরে বিনিয়োগের জন্য প্রস্তুত হচ্ছে।

অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখও সম্মেলনে এ কথা জানান যে, “আমরা এআই খাতে খরচ বাড়াতে প্রস্তুত, যদিও নির্দিষ্ট বাজেট উল্লেখ করা হয়নি।”

২০১৪ সালে ৩ বিলিয়ন ডলারে বিটস ইলেকট্রনিকস এবং ২০১৯ সালে ইন্টেলের মডেম চিপ ব্যবসা ১ বিলিয়ন ডলারে কেনার পর থেকে অ্যাপলের আর বড় কোনো অধিগ্রহণের খবর পাওয়া যায়নি। তবে প্রযুক্তি দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল এআই প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যাপলের এবার সেই পথে হাঁটার প্রয়োজন হতে পারে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন