সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হতে পারে
জাতীয় সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
অন্তর্বর্তী সরকার ইস্যু: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
ইন্টারনেট বন্ধ ও গণহত্যা: ফরমাল চার্জ গ্রহণ, জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাম জোটের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত কয়েকজন
ভোরে কেঁপে উঠল রাজধানী, অল্পমাত্রার ভূমিকম্পে আতঙ্ক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত, শুক্রবার সারাদেশে প্রার্থনার আহ্বান সরকারের
দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, উত্তরে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে : আবহাওয়া অফিস
সারাদেশপাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোনাপুরে বিআরটিসি ডিপোতে আগুন: দুই বাস পুড়ে ছাই
চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিকপুতিনের ভারত সফরের আগেই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত
খেলারায়পুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতা করেছে ভারত
সারাদেশ

তিস্তায় পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি।

রোববার (৩ আগস্ট) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ঠিক সমান ৫২.১৫ মিটার উচ্চতায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে করে জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানি নিয়ন্ত্রণে রাখার জন্য। ডালিয়া পয়েন্টে শনিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে। সেখানে মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে পানি বিপৎসীমায় পৌঁছেছে।

অন্যদিকে, রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ছিল ২৮.৬০ মিটার, যা বিপৎসীমার (২৯.৩০ মিটার) ৭০ সেন্টিমিটার নিচে। ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টেও পানি রয়েছে বিপৎসীমার অনেক নিচে—২৮.৯০ মিটার, যা বিপৎসীমার চেয়ে ১.৯৭ মিটার কম।

পানি বাড়ার কারণে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বেশ কিছু নিচু এলাকায় পানি ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিন্দুর্না, হলদিবাড়ীসহ প্রায় ৩০টি ইউনিয়ন হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করে পানি প্রবেশ করতে শুরু করেছে অনেক এলাকায়। সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পাকারমাতা গ্রামের সাইফুল ইসলাম বলেন, "সকালে হঠাৎ পানি ঢুকতে শুরু করেছে। কিছুদিন আগেই পানি নেমেছিল, আবার বাড়ছে। সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।"

আদিতমারীর গোবর্ধন গ্রামের গৃহবধূ খাদিজা বেগম বলেন, “দুই দিন আগেও পানি ছিল না। এখন আবার উঠছে। এভাবে চললে আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।”

এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, “দুপুর নাগাদ পানি আরও কিছুটা বাড়তে পারে। তবে সন্ধ্যার পর তা কমতে শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু নিচু এলাকায় পানি ঢুকেছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী সকল বাসিন্দাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পরিস্থিতির অবনতি হলে জরুরি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন