জাতীয়

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকেল ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।

গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সকল পক্ষ এতে উপস্থিত থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, ঘোষণাপত্রের মাধ্যমে চলমান গণ-আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা ও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘জুলাই ঘোষণাপত্র’ অন্যতম আলোচিত একটি ইস্যুতে পরিণত হয়। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জড়িত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলে আসছে।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে একাধিক দফা বৈঠক ও মতবিনিময় করে।

এখন সবাই অপেক্ষায়, মঙ্গলবার ঘোষণাপত্রে ঠিক কী বার্তা তুলে ধরা হবে এবং তা রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন