শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য চালু হলো বার্ষিক বেতন সুবিধা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি সহায়তা পাওয়া (এমপিওভুক্ত) শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন আর্থিক সুবিধা চালু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এই ‘বিশেষ সুবিধা’ চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে এবং প্রতিবছর প্রাপ্য হবেন শিক্ষক-কর্মচারীরা।

মাউশি থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে জানানো হয়, এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত একটি নির্দিষ্ট অংশ পাবেন।

বিস্তারিতভাবে বলা হয়েছে, যেসব শিক্ষক-কর্মচারী জাতীয় বেতনস্কেলের গ্রেড-৯ বা তার ঊর্ধ্বে অবস্থান করছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পাবেন। আর গ্রেড-১০ বা তার নিচে অবস্থানকারীরা পাবেন ১৫ শতাংশ হারে।

তবে উভয় ক্ষেত্রেই ন্যূনতম এই অতিরিক্ত অর্থ মাসিক ১৫০০ টাকার কম হবে না।

এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি পৃথক স্মারকের ভিত্তিতে বাস্তবায়ন হচ্ছে। একইসাথে ২০২৩ সালের ১৮ জুলাইয়ের অর্থ মন্ত্রণালয়ের পূর্বের আদেশটি বাতিল করে নতুন এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন