আন্তর্জাতিক

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে বিস্ফোরণের ঘটনায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, ওই সেনারা একটি সাঁজোয়া যান নিয়ে দায়িত্ব পালনের সময় বিস্ফোরণে নিহত হন। তাদের মধ্যে একজন গোলানি ব্রিগেডের সদস্য এবং একজন সেনা কর্মকর্তা ছিলেন।

এছাড়া ভিন্ন একটি বিস্ফোরণেও আরেকজন ইসরায়েলি কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত তিনজন ছাড়াও আরও কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা খান ইউনিস এলাকায় বিভিন্ন টেকনিক্যাল কাজ পরিচালনার সময় প্রাণ হারিয়েছেন। তবে তাদের মৃত্যু যুদ্ধক্ষেত্রের সরাসরি সংঘর্ষ নয়, বরং প্রযুক্তিগত বা কারিগরি দায়িত্ব পালনের সময় ঘটে বলে জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন