আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত, আহত প্রায় ৩০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পেরুর আন্দিজ পার্বত্য এলাকায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

টার্মা শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী লিমা থেকে লা মারসেড শহরের উদ্দেশে যাত্রা করা বাসটি একটি আঁকাবাঁকা ও সরু পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। প্রায় দুই-তৃতীয়াংশ পথ অতিক্রম করার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বাসটি কেন দুর্ঘটনার কবলে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

উল্লেখ্য, দ্রুতগতির যান চলাচল ও সড়কের বেহাল অবস্থার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। দেশটির পুলিশ জানিয়েছে, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,১৭৩ জনের।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন