মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী আইমান (১০) আজ শুক্রবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। চিকিৎসকরা সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, শিশুটির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন। এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। পরে সেদিন রাতে আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ৩২ এ পৌঁছায়।
অন্যদিকে, মাইলস্টোন স্কুল ও কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পরিসংখ্যান অনুযায়ী, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ শিক্ষার্থী, ২ শিক্ষক এবং ২ অভিভাবক রয়েছেন।
এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন, আর দুর্ঘটনার শিকারদের পরিবার ও স্বজনরা শোকের মাঝে রয়েছেন।
১২৪ বার পড়া হয়েছে