জাতীয়
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান। তিনি নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্বে মো. মজিবর রহমান

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান। তিনি নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নম্বর–৫৬১৯) নতুন সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবেন। আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।
এর একদিন আগে, ২৩ জুলাই শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে পদ থেকে প্রত্যাহার করে সরকার। এরপরই এ রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আসে।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর