সারাদেশ

ঝিনাইদহ সদরে ৮৫০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহ সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিওপি সার প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৮৫০ কেজি বীজ এবং ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন