ঝিনাইদহে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলমান রয়েছে। তারা নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান।
১২৪ বার পড়া হয়েছে