কলেজ মাঠে বিধ্বস্ত বিমান : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এতে অনেকে আহত হয়েছেন এবং হতাহতের আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় একে পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেলা ৩টা পর্যন্ত খবর অনুযায়ী, সেখানে ২০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ভেতর থেকে দগ্ধ শরীর নিয়ে অনেককে বাইরে আসতে দেখা গেছে। সেনাবাহিনীর উদ্ধারকারী দল এবং এম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মারজুকুল ইসলাম সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, "ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।" তিনি আরও জানান, বিস্ফোরণটি কলেজের হোস্টেল ভবনের কাছাকাছি ঘটে এবং বিকট শব্দ শোনা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তৎপর ভূমিকা রাখছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান রয়েছে।
১৩১ বার পড়া হয়েছে