রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায়ানা

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হলো রংপুর রাইডার্সের। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল দলটি, কিন্তু শিরোপা লড়াইয়ে এসে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে হতাশ করলো তারা।
শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই ১৬৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।
গ্রুপ পর্বে তিনটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রংপুর। দারুণ ছন্দে থাকা দলটি ফাইনালেও ভালো কিছুর প্রত্যাশা করেছিল, তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয় তারা।
প্রথম ইনিংসে গায়ানার হয়ে জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ গড়েন ১২১ রানের দুর্দান্ত জুটি। চার্লস ৪৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে রিটায়ার্ড হন, আর গুরবাজ করেন ৬৬ রান, মাত্র ৩৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায়। পরে ঝোড়ো ইনিংস উপহার দেন শেরফান রাদারফোর্ড (১৫ বলে ১৯) ও রোমারিও শেফার্ড (৯ বলে অপরাজিত ২৮)।
রংপুরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ, তাবরিজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে পড়ে চাপে। ইব্রাহিম জাদরান রানআউট হন মাত্র ৫ রানে, সৌম্য সরকার ১৩ এবং কাইল মেয়ার্স ৫ রান করে আউট হন দ্রুত। এরপর সাইফ হাসান ও ইফতিখার আহমেদের ৭৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে।
সাইফ ২৬ বলে ৪১ এবং ইফতিখার ২৯ বলে করেন ৪৬ রান। কিন্তু এই দুজন আউট হওয়ার পর আবার ধসে পড়ে রংপুর ব্যাটিং। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।
গায়ানার পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ রানে ৩টি উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল বোলার। ইমরান তাহির ও গুদাকেশ মোতি নেন ২টি করে উইকেট।
উল্লেখ্য, গত মৌসুমে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্স অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই শিরোপা ধরে রাখার সুযোগ থাকলেও ফাইনালে গায়ানার দুর্দান্ত পারফরম্যান্সে হতাশা নিয়েই টুর্নামেন্ট শেষ করলো সোহানদের দল।
১০৯ বার পড়া হয়েছে