সাহিত্য

নিজের কাছে ফেরা

বাদশাহ সৈকত
বাদশাহ সৈকত

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হে পাগল
যৌবনের যাতনায় অথবা
মনের ইচ্ছা পুরণে
কত দুর যেতে চাও তুমি
আর কত বড় নেতা হতে চাও
কত কত টাকা পাহাড় গড়তে চাও।

জন্ম রহস্যে, মৃত্যু রহস্যে
জীবনের উপলদ্ধিই বা কি তোমার?
প্রকৃত ধর্মের রহস্য না বুঝেই
কি ধার্মিক হওয়া যায়?
হে অন্ধ-বধির মানুষ
জীবনের মানে খুঁজতে
মুর্খ নয়, জ্ঞানীর কাছে যাও।


এবার নিজের কাছে ফেরো
সময়ের হিসাবে
দেহ আর মনের
নি:শব্দ পরিবর্তন গুলো দেখ।


যে মন, যে দেহ
সুখের জন্য
নিজেকে দৌড়াতে বলে
সেই মন, সেই দেহ
অসহায়ত্বের ভারে
একদিন নিজেরই মৃত্যু কামনা করে।


এক একটি জীবন মানেই
নির্দিষ্ট সময়ে
ভালো-মন্দের খেলা
আর পরকালীন বিশ্বাসটাই
ন্যয় বিচারের পাল্লা।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন