জাতীয়
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন এই দিনে।
‘জুলাই শহীদ দিবস’ আজ, রাষ্ট্রীয়ভাবে শোক পালন

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন এই দিনে।
তাঁর স্মরণে এখন থেকে প্রতিবছর দিনটি ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিসভার অনুমোদন অনুসারে প্রতি বছরের ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে।
দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনা।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর