বৃষ্টিতে বাজারে পণ্য সংকট, বাড়তি দামে মিলছে সবজি ও মাছ

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দুই দিন ধরে টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। সবজির সরবরাহ যেমন কমেছে, তেমনি কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে।
ক্রেতাসাধারণের উপস্থিতিও তুলনামূলকভাবে কম। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দামে দেখা গেছে বাড়তি চাপ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই টানা বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি বৃহস্পতিবার নাগাদ কিছুটা স্বাভাবিক হলেও, আবার রোববার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, “গতকাল থেকে টানা বৃষ্টির কারণে আজ সবজির সরবরাহ অনেক কম। পাইকারি বাজারেও পণ্য কম এসেছে, যার প্রভাব পড়েছে খুচরা দামে।”
তিনি আরও জানান, বৃষ্টির কারণে অনেকেই বাজারে না এসে কাছাকাছি দোকান বা ভ্যান থেকে সবজি কিনছেন। এতে করে কিছু কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি পড়ছে।
বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, “বাসায় সবজি ফুরিয়ে গেছে, তাই বৃষ্টির মধ্যেই বাজারে আসতে বাধ্য হয়েছি।”
দামে পরিবর্তন যেসব পণ্যে
বিক্রেতাদের ভাষ্য মতে, কাঁচা মরিচ, বেগুন, সোনালি মুরগি ও কিছু মাছের দাম বেড়েছে।
কাঁচা মরিচ: প্রতি কেজি ১৬০–১৭০ টাকা (আগে ছিল ১২০–১৪০ টাকা)
বেগুন: কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৯০–১১০ টাকা
সোনালি মুরগি: প্রতি কেজি ২৮০–৩১০ টাকা (আগে ছিল ২৬০–৩০০ টাকা)
ব্রয়লার মুরগি: দাম স্থিতিশীল, ১৬০–১৭০ টাকা
ডিম (ফার্ম): প্রতি ডজন ১২০–১৩০ টাকা
এছাড়া বাজারে মাছের সরবরাহ কম থাকায় রুই, কাতলা, শিং, পাবদা, কইসহ প্রায় সব ধরনের মাছ ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১২৩ বার পড়া হয়েছে