সর্বশেষ

আন্তর্জাতিক

লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন জাহাজে বড় ধরনের হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে একটি গ্রিক মালিকানাধীন পণ্যবাহী জাহাজে বড় ধরনের হামলা হয়েছে।

রবিবার (৬ জুলাই) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ।

জানা যায়, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জাহাজটিতে প্রথমে আটটি ছোট স্পিডবোট থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেটচালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে হামলা চালানো হয়। পরে ড্রোনবোট পাঠিয়ে বিস্ফোরণ ঘটানো হয়, এতে জাহাজে আগুন ধরে যায় এবং পানি ঢুকে পড়ে।

জাহাজে থাকা নিরাপত্তাকর্মীরা আরও দুটি ড্রোনবোট ধ্বংস করলেও, ক্ষতির মাত্রা বেড়ে যায়। জাহাজটি ডুবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এবং নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি, তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর সন্দেহ করা হচ্ছে। হুথি-নিয়ন্ত্রিত উপগ্রহ চ্যানেল আল-মাসিরাহ হামলার খবর স্বীকার করলেও দায় স্বীকার করেনি।
গ্রিক শিপিং মন্ত্রণালয় জানিয়েছে, আর্জেন্টিনা থেকে এডেনে ভুট্টা পরিবহন করছিল জাহাজটি এবং হামলায় জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহত হয়নি।

গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার মধ্যে দুটি জাহাজ ডুবে গেছে এবং চারজন নাবিক নিহত হয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগর করিডোরে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন