নাটকীয় জয়ে সেমিফাইনালে রিয়াল, প্রতিপক্ষ পিএসজি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ক্লাব বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
শেষ চারে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাতে, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়েই ম্যাচের আসল নাটকীয়তা শুরু হয়। নির্ধারিত সময় শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। মনে হচ্ছিল, ম্যাচের বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু পরবর্তী ছয় মিনিটে ঘটে অবিশ্বাস্য কিছু।
৯২ মিনিটে এক গোল শোধ করে ডর্টমুন্ড। এরপর ৯৪ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান ফের ৩-১ করে রিয়াল। ৯৬ মিনিটে রিয়ালের হুইসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর ৯৮ মিনিটে পেনাল্টি থেকে গিরাসির গোল ব্যবধান কমিয়ে আনে ৩-২-এ। তবে সময় শেষ হয়ে আসায় ডর্টমুন্ড আর সমতা ফেরাতে পারেনি।
ম্যাচের শুরুটা ছিল রিয়ালের নিয়ন্ত্রণে। ১০ মিনিটে গনসালো গার্সিয়ার চতুর্থ গোল এবং ২০ মিনিটে ফ্রান গার্সিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। শেষ সময়ে এমবাপ্পের গোলটি ছিল রিয়ালের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি তিনি উৎসর্গ করেন সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ও পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতিতে।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “৮০ মিনিট আমরা ভালোই খেলেছি। কিন্তু শেষ ১০ মিনিটে কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম। সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল।”
পিএসজিকে নিয়ে তিনি বলেন, “পিএসজির বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আজকের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করতে চাই।”
১১৩ বার পড়া হয়েছে