সর্বশেষ

জাতীয়

রাজধানীতে তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার: গৃহকর্মীসহ তিনজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের মধ্যে একজন কিশোরী গৃহকর্মী, একজন তরুণ এবং একজন মধ্যবয়স্ক পুরুষ রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতের বিভিন্ন সময়ে যাত্রাবাড়ীর শেখদী, মাতুয়াইল উত্তরপাড়া এবং মুগদার মানিকনগর এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় হলো—বৃষ্টি আক্তার ইয়াসমিন ওরফে পুতুল (১৬), কাউসার হোসেন রাজু (২৮) এবং মো. নাদিম (৩৬)। প্রত্যেকেই নিজ নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হলেও, পুলিশ বলছে, তদন্ত না শেষ হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার একজন কর্মকর্তা জানান, “প্রতিটি ঘটনার পেছনে থাকা সম্ভাব্য পারিবারিক, সামাজিক ও মানসিক কারণগুলো আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

প্রত্যেকটি ঘটনার জন্য পৃথক মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন