ফিরেছেন মিলা, এবার আর শুধুই গানে নয়

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একসময় দেশের পপসংগীত অঙ্গনে ঝড় তোলা শিল্পী মিলা ইসলাম অনেক দিন ধরেই ছিলেন আড়ালে।
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘টোনা টুনি’ শিরোনামের একটি গানের মাধ্যমে ফেরেন আলোচনায়। তারও আগে ২০২১ সালে প্রকাশ পেয়েছিল ‘আইস্যালা’। যদিও নতুন গানে ফিরে এসেছিলেন, কিন্তু এরপর আবারও নিস্তব্ধতায় ডুবে যান তিনি।
তবে ভক্তদের জন্য সুখবর হলো আবারও সক্রিয় হচ্ছেন মিলা। সম্প্রতি শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি গেয়েছেন তিনি। গানটি মূলত ১৯৯৬ সালের 'কুলি' সিনেমার জনপ্রিয় গানের আধুনিক রূপ। নতুন এই সংস্করণে মিলার গায়কি ও গানের সুরে নতুনত্ব দর্শক-শ্রোতার মন জয় করেছে।
গানটির সফলতার পর মিলা জানিয়েছেন, এবার তিনি নিয়মিতভাবে গান করবেন। শুধু অডিও গান নয়, স্টেজ শো, টিভি অনুষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা রয়েছে তার। মিলা বলেন, “এবার আর শ্রোতাদের হতাশ করব না। আমি ফিরে এসেছি দীর্ঘ সময়ের জন্য, আর নতুন কিছু উপহার দিতেই এই ফেরা।”
দীর্ঘ বিরতির পর মিলার এমন সক্রিয়তায় তার ভক্ত-অনুরাগীরা আবার আশাবাদী হয়ে উঠেছেন। গানে গানে তারা ফের পেতে চান সেই চেনা উচ্ছ্বাস আর ছন্দ, যা একসময় মিলা এনে দিয়েছিলেন দেশের সংগীতাঙ্গনে।
১২০ বার পড়া হয়েছে