ক্যান্টাসের তথ্য হ্যাক: তথ্য ঝুঁকিতে ৬০ লাখ গ্রাহক

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৩:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ান বিমান সংস্থা ক্যান্টাস (Qantas) ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলার শিকার হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৬০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে।
৩০ জুন ২০২৫ তারিখে ক্যান্টাসের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্মে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত হয়। দ্রুতই সংস্থাটি প্ল্যাটফর্মটি আলাদা করে ফেলে এবং তদন্ত শুরু করে।
ক্যান্টাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, জন্মতারিখ ও ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর। তবে আশার খবর, কোনো আর্থিক তথ্য, পাসওয়ার্ড, পিন বা পাসপোর্ট নম্বর ফাঁস হয়নি।
হ্যাকারদের পরিচয় এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, কুখ্যাত “Scattered Spider” হ্যাকার গ্রুপ এই হামলার পেছনে থাকতে পারে। তারা অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে।
১৩৪ বার পড়া হয়েছে