সর্বশেষ

আন্তর্জাতিক

মাত্র এক দিনের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বে সুরিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২ জুলাই, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর মাত্র এক দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত।

বুধবার (২ জুলাই) পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করার পর থাই সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ৭০ বছর বয়সী প্রবীণ রাজনীতিক সুরিয়া। তিনি এদিন ব্যাংককে প্রধানমন্ত্রী কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তার দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করেন।

মজার ব্যাপার হলো, ৯৩ বছর পূর্তি উদযাপন করা সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে তিনি থাকছেন না মোটেও ৯৩ ঘণ্টা!

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের এই স্বল্পস্থায়ী দায়িত্বের বিষয়ে সুরিয়া মুখ খোলেননি। তিনি বলেন, "আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি কাগজে স্বাক্ষর করা, যা আগামীকাল যথাযথভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।"

এদিকে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানিয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন—এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক বিতর্ক এবং ফোনালাপ ফাঁসের ঘটনায় এই সিদ্ধান্ত নেয় আদালত।

ওই ফোনালাপে পেতংতার্ন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর এক কর্মকর্তার সমালোচনা করেন। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তার পদত্যাগের দাবি জোরালো হয়।

অন্যদিকে ‘রাজনীতির হাওয়া বুঝে অবস্থান নেওয়ার’ জন্য থাই রাজনীতিতে পরিচিত মুখ সুরিয়া জুংরুংরুয়াংকিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সময় ও সুবিধা বুঝে বিভিন্ন শাসকগোষ্ঠীর প্রতি আনুগত্য দেখিয়ে এসেছেন বলে থাই গণমাধ্যমগুলো মন্তব্য করছে।

তবে তার প্রধানমন্ত্রিত্ব দীর্ঘস্থায়ী হচ্ছে না। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করবেন। ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, মন্ত্রিসভার রদবদলের ফলে ফুমথাম সহকারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা পদমর্যাদায় উপ-প্রধানমন্ত্রীর চেয়ে উচ্চ।

তাই মাত্র এক দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে সুরিয়াকে। 

 

এই ঘটনা ঘটেছে হিন্দি সিনেমা 'নায়ক'- এ। একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে হিরো তাক লাগিয়ে দেয় সারা বিশ্বকে।বাস্তব রাজনীতিতে এমন স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রিত্বের ঘটনা বিরল হলেও, থাইল্যান্ডে সেটাই ঘটল বাস্তব চিত্রনাট্যে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন