গাজায় জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রম বন্ধের ডাক আন্তর্জাতিক সংস্থাগুলোর

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)–এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও এনজিও।
এসব সংস্থার মধ্যে রয়েছে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল–এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠন।
এই দাবি এমন সময় উঠলো, যখন জিএইচএফ মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে। এরপর থেকেই অঞ্চলটিতে সহিংসতা বেড়েছে এবং সংস্থাগুলোর দাবি অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজারের বেশি আহত হয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় ত্রাণ সংগ্রহ করতে আসা বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রায় নিয়মিতই গুলি চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।
অন্যদিকে, ইসরাইল এসব অভিযোগ নাকচ করে বলেছে, তারা কোনোভাবেই বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানায় না। তাদের দাবি, জিএইচএফ হামাসের প্রভাব এড়িয়ে সরাসরি জনগণের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে, যা এই পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয়।
তবে সমালোচক সংস্থাগুলো বলছে, এই ত্রাণ কার্যক্রম আসলে মানবিকতার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করছে এবং এতে ফিলিস্তিনি জনগণের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
১১৮ বার পড়া হয়েছে