সর্বশেষ

জাতীয়

জুলাই সনদ দেবে শুধু অন্তর্বর্তীকালীন সরকার: জুলাই ঐক্যের ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই ঘোষণাপত্র ও সনদ আর কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় এখন থেকে তা একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই প্রকাশিত হতে হবে বলে মন্তব্য করেছেন ‘জুলাই ঐক্য’ নামের প্লাটফর্মের নেতারা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচি শেষে তারা এ বক্তব্য দেন।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ১১ মাস অতিক্রান্ত, কিন্তু এখনো জনগণ সেই প্রতীক্ষিত সনদ পায়নি। এখন আর কোনো দল বা ব্যক্তি এই ঘোষণাপত্র দেওয়ার অধিকার রাখে না। কেবলমাত্র সরকারই সেটি দিতে পারবে। যদি সরকার তা দিতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। ছাত্রজনতা নিজেরাই অধিকার আদায় করে নেবে। কোনো দল যদি নিজের পক্ষ থেকে ঘোষণা দিতে চায়, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে।”

অন্য সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি। এখন সময় এসেছে কাজের। সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এসব না হলে, ভবিষ্যতে কেউ এই আন্দোলনকে সন্ত্রাস হিসেবে চিত্রিত করার সুযোগ পাবে।”

আরেক নেতা ইসরাফিল ফরাজী অভিযোগ করেন, “সরকারে থাকা দুই সাবেক ছাত্র উপদেষ্টার উপস্থিতি সত্ত্বেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। গণমাধ্যম, ব্যাংকিং, প্রশাসন সবখানে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়ভাবে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। এনআরবি ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু সরকার নিশ্চুপ। তাদের বিচার করুন অথবা দায়মুক্তি দিন। না হলে ছাত্রজনতা সব সেক্টর থেকে ফ্যাসিবাদ হটাতে মাঠে নামবে।” 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন