দৌলতপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলীপাড়া গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার এবং ১০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী হায়দার আলী পাশের বাহিরমাদী বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন। ঘটনার দিন ব্যবসা শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরার পরই ৩-৪ জন সশস্ত্র ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা হায়দার আলীর মাথায় পিস্তুল ঠেকিয়ে এবং তার স্ত্রী ও অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগ ভর্তি নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতির সময় পরিবারের কেউ চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেয় ডাকাত দল।
পরে স্বর্ণ ব্যবসায়ী হায়দার আলী দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “এটিকে ডাকাতি বলা যাবে না, এটি একটি চুরির ঘটনা। কিছু মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
৩০০ বার পড়া হয়েছে