জাতীয়

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ জুন, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাবিত সুযোগটি বাতিল করা হয়েছে।

ফলে এই সুযোগ আর থাকছে না বলে নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার (২২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রস্তাবিত বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ থাকলেও বিভিন্ন মহলের আপত্তির কারণে এই বিধান বাদ দেওয়া হয়েছে। এখন থেকে বাড়তি কর দিয়েও কালো টাকা বৈধ করা যাবে না।”

এদিকে একই সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের জন্য ৮১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তা সংশোধন করে ৯১ হাজার ৭০০ কোটি টাকা করা হয়েছে।”

এছাড়া আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন