সর্বশেষ

আইন-আদালত

নাসা গ্রুপ পরিচালকের ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা দুইটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ এবং ৫৫টি কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদক সূত্র জানায়, মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত জব্দকৃত ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এছাড়া যেসব কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে, তার মধ্যে নাসা গ্রুপসহ আরও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, নাসরিন ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত ২০ কোটি ২৬ লাখ টাকার সম্পদ নিজের দখলে রেখেছেন। এসব সম্পদ অর্জনে ঘুষ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রির চেষ্টা করছেন। এতে রাষ্ট্রীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করে সম্পদ জব্দ ও শেয়ার ফ্রিজের আবেদন করে দুদক।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন