সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
অপরাধ

ভুয়া নিয়োগের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, অবসরপ্রাপ্ত শিক্ষক পলাতক

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাকরি দেওয়ার প্রলোভনে ৩৫ জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে গেছেন নজরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পৌর শহরের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এসব বিদ্যালয় হলো—গুদিঘাটা সরোজিনী, বড় মাছুয়া খেজুরবাড়িয়া, ছোট মাছুয়া, ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল এবং নলী সরদারপাড়া।

প্রতিটি বিদ্যালয়ে নিজেকে সভাপতি হিসেবে পরিচয় দিয়ে নজরুল ইসলাম পত্রিকায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেন। এরপর চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন। এভাবে তিনি অন্তত ৩৫ জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা সংগ্রহ করেন বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তবে গত বছরের ৫ আগস্টের পর নজরুল ইসলাম তাঁর পরিবারের সব সদস্যকে নিয়ে হঠাৎ পলাতক হয়ে যান। এরপরই প্রতারণার বিষয়টি পরিষ্কার হতে শুরু করে বলে জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিসেস সালমা সুলতানা, সাইদুর রহমান, মো. হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, মোসা. সাবিনা ইয়াসমিন, মো. বাবু, মোসা. হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মল্লিক এবং অভিভাবক শহিদুল ইসলাম।

চাকরির আশায় অর্থ দিয়ে প্রতারিত হওয়া শিমু আক্তার ও সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, টাকার বিষয়টি জানার পর তাঁদের স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা এখন সংসার ভাঙনের দিকে এগোচ্ছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতারক নজরুল ইসলাম এখনও পলাতক থাকায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন