সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
হাদি’র জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ
ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
জাতীয়

মুজিবনগর নেতারা সবাই মুক্তিযোদ্ধা: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ জুন, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান সকলেই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুজিবনগর সরকারে যারা নেতৃত্বে ছিলেন, তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। যাঁরা যুদ্ধ পরিচালনা করেছেন বা সরাসরি অংশ নিয়েছেন, তারা সবাই এই স্বীকৃতির অন্তর্ভুক্ত।”

তবে ওই সরকারের অধীনে কাজ করা কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সহযোগীদের ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য করা হবে বলে জানান তিনি।

ফারুক-ই-আজম আরও বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও প্রবাসে কাজ করা কূটনীতিকরাও সহযোগী মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। সহযোগী শব্দটি তাদের সম্মান কমিয়ে দেয় না।”

তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত অধ্যাদেশে ‘বীর মুক্তিযোদ্ধা’র নতুন সংজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ আছে। অথচ কিছু মহল বিষয়টি ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছে।

উপদেষ্টা বলেন, “১৯৭২ সালের সংজ্ঞা বাস্তবায়ন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৮ ও ২০২২ সালে সেটি হালনাগাদ হয়। মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা—উভয়েরই সম্মান ও সুযোগ-সুবিধা সমান থাকবে।”

তিনি আরও যোগ করেন, “জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। এ সংগ্রাম আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন